ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের এএসআই নূর আহম্মদ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নূর আহম্মদ নামের পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তিনি নান্দাইল মডেল থানায় কর্মরত ছিলেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক সড়কের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানা–পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নূর আহম্মদ। মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পেশাগত কাজে নূর আহম্মদ নান্দাইলের কানুরামপুর থেকে বীরবেতাগৈর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।