৯ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল।

 

রাজধানীর দুই থানায় করা নয় মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দীন আজ বুধবার বিকেলে এ আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে দুপুরে শুনানি শেষ হলেও, বিচারক তখন জানিয়েছিলেন, আদেশ পরে দেওয়া হবে।

গতকাল এসব মামলায় একই আদালতে মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলাগুলোর মধ্যে ছয়টি পল্টন ও তিনটি রমনা থানায় দায়ের করা। মামলার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৯ অক্টোবর রমনা থানায় দায়ের করা মামলায় ফখরুলকে কারাগারে পাঠানো হয়।

 

এরপর থেকে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা কারাগারে বন্দি। গত ২২ নভেম্বর ঢাকার একটি আদালত মামলায় তার জামিন নামঞ্জুর করেন।

 

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, তিনি (মির্জা ফখরুল) নয়টি মামলায় জামিন পেয়েছেন। আরেকটি মামলায় আজ হাইকোর্টে তাঁর জামিন আবেদন নাকচ হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানির অপেক্ষায়। এ দুটি মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *