এনডিটিভি
ভারতের হরিয়ানা অঙ্গরাজ্যের সিরসার চৌধুরী দেবী লাল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি-নিপীড়নের অভিযোগ এনেছেন ৫০০ ছাত্রী।
অভিযোগের কথা জানিয়ে এই ছাত্রীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ে চিঠি দিয়েছেন। এ ছাড়া হরিয়ানা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এম এল খাট্টারকেও তাঁরা চিঠি দিয়েছেন।
চিঠিতে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে বরখাস্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন।
চিঠির অনুলিপি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আজমের সিং মালিক, হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ, ভারতের জাতীয় নারী কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা, হরিয়ানার রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কিছু নির্বাচিত গণমাধ্যমকে পাঠানো হয়েছে।