রুশ হামলার পর বৈঠকে বসছে ন্যাটো-ইউক্রেন

ইউক্রেন ও ন্যাটোর পতাকা উড়ছে। ফাইল ছবি : এএফপি

 

ন্যাটো ও ইউক্রেনের রাষ্ট্রদূতরা আগামী সপ্তাহে একটি বিশেষ সভা করবেন বলে জোটটি বৃহস্পতিবার জানিয়েছে। রাশিয়া হামলা চালানোর পর কিয়েভ দ্রুত আকাশ প্রতিরক্ষা সরবরাহের আহ্বান জানানোতে এ সভা হবে। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের প্রথম দিন থেকে মস্কো এবার নববর্ষে ইউক্রেনে ওপর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ২৯ ডিসেম্বর কিয়েভে সবচেয়ে ভয়াবহ হামলায় অন্তত ৩২ জন নিহত হয়।

 

প্রতিবেদন অনুসারে, ন্যাটোর মুখপাত্র ডিলান হোয়াইট বলেছেন, ‘ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ আগামী বুধবার ন্যাটো-ইউক্রেন কাউন্সিলের একটি বৈঠক ডাকবেন। বৈঠকটি রাষ্ট্রদূত পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ও শহরে সাম্প্রতিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইউক্রেনের অনুরোধে এটি আহ্বান করা হয়েছে।’

 

হোয়াইট আরো বলেছেন, ‘ন্যাটো মিত্ররা ইতিমধ্যে ইউক্রেনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি বিশাল বিন্যাস সরবরাহ করেছে এবং তারা ইউক্রেনের প্রতিরক্ষা আরো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

কিয়েভ বলেছে, সাম্প্রতিক হামলাগুলো পশ্চিমা মিত্রদের বিমান প্রতিরক্ষা সরঞ্জাম, সামরিক ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের গতি বাড়াতে প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। তবে মার্কিন কংগ্রেসে অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় নেতৃস্থানীয় ন্যাটো শক্তির সমর্থন হিসেবে এই আহ্বান এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সমর্থন করাকে অগ্রাধিকার দিয়েছেন এবং রুশ বাহিনীর আক্রমণের বিরুদ্ধে পশ্চিমাপন্থী দেশকে যুদ্ধে সহায়তার জন্য মার্কিন অস্ত্র ও আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। কিন্তু ডানপন্থী রিপাবলিকানরা প্রচেষ্টা বন্ধ করতে একটি বাধার নেতৃত্ব দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *