নিহত বিল্লাল হোসেন ভায়াবহ গ্রামের সাহেদ আলীর ছেলে।
তিনি ওই কারখানার মূল উদ্যোক্তা ছিলেন। ওই ঘটনায় আহত হন কারখানার অপর উদ্যোক্তা ছাইদুল ইসলাম ও শ্রমিক আবদুল লতিফ। আহত ছাইদুল ইসলামকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বন্ধন নামের ওই কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
পরে সেখান থেকে প্রায় ৫০ ফুট দূর থেকে বিল্লালের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ সময় দগ্ধ অবস্থায় ছাইদুল ও আব্দুল লতিফকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ছাইদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। তবে কারখানায় কী বিস্ফোরণ হয়েছে, তা কেউ জানাতে পারেনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, উদ্ধার হওয়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।