সিডনি টেস্টে বিশ্রামে আফ্রিদি, বাদ ইমাম

বিশ্রাম দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। ছবি : এএফপি

 

প্রথম দুই টেস্ট হেরে এরই মধ্যে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে পাকিস্তান। আগামীকাল থেকে সিডনিতে শুরু হচ্ছে দুই দলের তৃতীয় ও শেষ টেস্ট। আজ সিডনির টেস্টের একাদশ জানিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টের একাদশ থেকে তারা দুটি পরিবর্তন এনেছে।

 

বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শাহিন শাহ আফ্রিদিকে। বাদ পড়েছেন ওপেনার ইমাম উল হক। এই দুজনের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন অফ স্পিনার সাজিদ খান ও অভিষেকের অপেক্ষায় থাকা সাইম আইয়ুব। ২১ বছর বয়সী সাইমের টি-টোয়েন্টি অভিষেক হয়েছে গত মার্চে।

 

প্রথম শ্রেণির রেকর্ডও বেশ স্বাস্থ্যকর তাঁর। ১৪ ম্যাচ খেলে ৪৬.৪৭ গড়ে এক হাজার ৬৯ রান করেছেন সাইম।অন্যদিকে সাজিদ টেস্ট খেলবেন প্রায় দুই বছর পর। সর্বশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে লাহোর টেস্ট খেলেছিলেন তিনি।তবে শেষ টেস্টেও একই একাদশ নিয়ে খেলতে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের বিদায়ি সিরিজ এরই মধ্যে সিরিজ জয়ে রাঙিয়েছে অজিরা। শেষটাও জয় দিয়েই করতে চাইবে তারা। 

সিডনি টেস্টের পাকিস্তান একাদশ 
শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, সাজিদ খান, হাসান আলী মীর হামজা ও আমির জামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *