নরসিংদীতে পথসভায় বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বিএনপিকে আগামীতে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, ‘বিএনপিকে নির্বাচনে আসতে অনেক ছাড় দেওয়া হয়েছে। আর ছাড় নেই। আমরা প্রমাণ করবো বাংলাদেশে বিএনপি ছাড়াও অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন হয়।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে হবিগঞ্জে যাওয়ার পথে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ ফজলে শামস পরশ বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে নির্বাচন। আর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। সেই লক্ষে এই নির্বাচন খুবই বিরল।
যেখানে প্রধান বিরোধীদল বিএনপি নির্বাচনে আসুক কিংবা না আসুক। সেটা আমাদের দেখার ব্যাপার না। আসলে বিএনপির মতো যুদ্ধাপরাধীদের নির্বাচন করার দরকার নেই। খুব অচিরেই বিএনপির মতো একটি সন্ত্রাসী দল যাতে এদেশে নিষিদ্ধ করা হয় সে আন্দোলন গড়ে তুলবো।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ প্রতিটা নেতাকর্মীর হাতে নিতে হবে। মনে রাখতে হবে আমরা কোনো ধরনের সংঘাত, হট্টগোল, গোলাগুলি চাই না। প্রত্যেকে ৭ তারিখে ১৫/২০ জন ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। তাহলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে। আপনারা নৌকার পক্ষে রায় দিবেন।
আওয়ামী লীগ কোনো দখলধারী দল না। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের সংগঠন।পথসভায় যুবলীগ চেয়ারম্যান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের পক্ষে ভোট চেয়ে বলেন, ‘হুমায়ুন চাচা একজন দক্ষ সংগঠনক। সরকারের সফল মন্ত্রী। এই অঞ্চলে তিনি অনবদ্য কাজ করে চলেছেন। তাই প্রধানমন্ত্রী ওনাকে পুনরায় মনোনয়ন দিয়েছেন। তাই আপনারাও ৭ তারিখের নির্বাচনে এই অভিজ্ঞ জনপ্রতিনিধিকে পুনরায় নির্বাচিত করবেন। যাতে এই অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত থাকে।’পথসভায় শিল্পমন্ত্রী বলেন, ‘আমি নিজেও ভাবি নাই মনোহরদী-বেলাবতে এতো উন্নয়ন হয়েছে। যেটা চেয়েছি সেটাই আমাকে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমি যেখানে যাচ্ছি সেখানেই নৌকার জোয়ার উঠছে। বিশাল ভোটে আমরা জয়ী হবো, যদি যুবলীগ, ছাত্রলীগসহ নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করে। আমি বিশ্বাস করি মাঠে এখন ফসল আছে, আর ফসলটাকে সুন্দরভাবে ঘরে আনতে হবে। গোলায় ভরতে হবে সেটাকে। সেটা যেন নষ্ট না হয়। সেদিকে সবাইকে নজর রাখতে হবে।’
জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামীর সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সভাপতি ইসমাইল, যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।