শেষ টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ।
ইতিহাসের হাতছানি নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে শেষ টি-টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডে যেকোনো সংস্করণে প্রথমবার সিরিজ জয়ের সামনে ছিল সফরকারীরা। তবে বাংলাদেশের এই আশা পূরণ হয়নি। শেষ ম্যাচ হেরে সিরিজ জেতা হয়নি নাজমুল হোসেন শান্তর দলের।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের চেয়ে ১৭ রানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত আর খেলা না হওয়ায় শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে কিউইরা। অর্থ্যৎ তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে শেষ করল স্বাগতিকরা।
অথচ মাত্র ১১১ রানের পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ।
২৬ রানে তখন ২ উইকেট নিউজিল্যান্ডের। এরপর দ্রুতই ২৫ রানের মধ্যে বাংলাদেশ আরো তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে।পরের তিন উইকেটের দুটি নিয়েছেন শরিফুল। দুর্দান্ত দুটিতে ডেলিভারিতে গ্লেন ফিলিপস ও ফিন অ্যালেনকে ফিরিয়েছেন তিনি। মাঝে রান নিতে গিয়ে অ্যালেনের সঙ্গে সংঘর্ষে রানআউট হয়েছেন মার্ক চ্যাপম্যান।