শ্রমিকরা জানান, কারখানাটি আগুন লাগার সময় বন্ধ ছিল। রাত ২টা ১৫মিনিটের দিকে আগুন লাগে। আগুন যখন লাগে তখন শ্রমিকরা কারখানার ভেতরেই ঘুমিয়ে ছিলেন। দমকল বাহিনীর একজন কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘রাত ২টা ১৫ মিনিটে আমরা একটি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই।