ইউক্রেনে এক দিনে রেকর্ড পরিমাণ হামলা রাশিয়ার

ইউক্রেনজুড়ে এক দিনে রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলাকে সামগ্রিকভাবে সবচেয়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের বিমানবাহিনীর একজন মুখপাত্র। ইউরি ইগনাত নামের ওই মুখপাত্র বলেন, ‘এটি সামগ্রিকভাবে সবচেয়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা।’  তবে গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর দিকের ‘নিরবচ্ছিন্ন ও লাগাতার’ হামলাকে অবশ্য বাদ দিয়েছেন তিনি।
ইউক্রেনে ‘সবচেয়ে ব্যাপক’ হামলা রাশিয়ার

এদিকে ইউক্রেনের একাধিক কর্মকর্তা দাবি করেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইউক্রেনে ড্রোন ও কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে বলে গতকাল ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্তত ১৬ জন নিহত হয়েছে।

 

ক্লাইমেনকো জানান, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে পাঁচজন, ওদেসায় দুজন, কিয়েভে দুজন, লাভিভে একজন, জাপোরিঝিয়ায় একজন ও খারকিভে একজন নিহত হয়েছে। এ ছাড়া এসব হামলায় ৯৭ জন আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।]

 

ক্রিমিয়ায় রুশ নৌবাহিনীর ব্ল্যাক সি ফ্লিটের একটি জাহাজে গত মঙ্গলবার ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পর রাতব্যাপী এই হামলার খবর সামনে এলো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণ শুরুর প্রায় দুই বছর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পাল্টা আক্রমণের মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনের পশ্চিমা সামরিক সহযোগিতা পাওয়ার বিষয়টিও প্রশ্নবিদ্ধ।

 

এদিকে ইউক্রেন গতকাল রাশিয়া থেকে নিক্ষেপ করা ১৫৮টি ড্রোনের মধ্যে ১১৪টিই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে। ইউক্রেনের বিমানবাহিনী শুক্রবার জানিয়েছে, শত্রুপক্ষ গত রাতে ১৫৮টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসবের মধ্যে ১১৪টি ধ্বংস করা হয়েছে।

এদিকে রাশিয়ার সেনাবাহিনী গতকাল বলেছে, তারা এক সপ্তাহ ধরে ইউক্রেনে কয়েক ডজন হামলায় তাদের সব লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে তাঁর স্বাধীনতা ও গণতন্ত্র নির্মূল করার লক্ষ্য অর্জনে কিছুতেই থামবেন না, ইউক্রেনে মস্কোর সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা সেটিই তুলে ধরেছে। তবে আমরা তাঁকে জিততে দেব না।
আমাদের অবশ্যই যত দিন প্রয়োজন ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে।’সূত্র : এএফপি, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *