এদিকে ইউক্রেনের একাধিক কর্মকর্তা দাবি করেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইউক্রেনে ড্রোন ও কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে বলে গতকাল ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্তত ১৬ জন নিহত হয়েছে।
ক্লাইমেনকো জানান, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে পাঁচজন, ওদেসায় দুজন, কিয়েভে দুজন, লাভিভে একজন, জাপোরিঝিয়ায় একজন ও খারকিভে একজন নিহত হয়েছে। এ ছাড়া এসব হামলায় ৯৭ জন আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।]
ক্রিমিয়ায় রুশ নৌবাহিনীর ব্ল্যাক সি ফ্লিটের একটি জাহাজে গত মঙ্গলবার ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পর রাতব্যাপী এই হামলার খবর সামনে এলো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণ শুরুর প্রায় দুই বছর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পাল্টা আক্রমণের মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনের পশ্চিমা সামরিক সহযোগিতা পাওয়ার বিষয়টিও প্রশ্নবিদ্ধ।