নির্বাচনী সমাবেশে এ কে এম জি কিবরিয়া মজুমদার।
জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব হয়েও নৌকার পক্ষে ভোট চাওয়ায় এ কে এম জি কিবরিয়া মজুমদারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। কুমিল্লা-১১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান এ শোকজ দেন। গতকাল বুধবার পাঠানো এ সংক্রান্ত নোটিশ ইতোমধ্যে নির্বাচন কমিশনে পৌঁছেছে।
নোটিশে বলা হয়েছে, আপনি সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও নৌকায় ভোট চাচ্ছেন।
এমতাবস্থায় উক্ত কার্যাবলির মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১৪(১) (২) এর বিধি লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।
এ অবস্থায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, সে বিষয়র আগামী ১ জানুয়ারি বেলা ১১টায় নির্বাচনী তদন্ত কমিটির কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
সরকারি কর্মচারী বিধিমালা ১৯৭৯-এর রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ অংশে বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না। অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না।