কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাস।

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও ‘ম্যাজিক পিকআপের’ মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের করমুহুরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. রেদোয়ান, পূর্ব বৃন্দাবনখিলের সামাজিক পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে আবু বক্কর, উত্তর হারবাংয়ের বত্তাতলী গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে মো. মহিউদ্দিন ও সামাজিক পাড়ার বাদশা মিয়ার ছেলে মো. জয়নাল।

 

বানিয়ারছড়া চিরিঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, নিহত চারজনই শ্রমিক ছিলেন। আহত কয়েকজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার পর পরই থানা ও হারবাং ফাঁড়ির পুলিশ হাইওয়ে পুলিশকে সহায়তায় এগিয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। উভয় গাড়ির চালক ও সহকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *