আফ্রিদিদের আনন্দ ম্লান করলেন মার্শ-স্মিথ

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মার্শের। ছবি : এএফপি

 

বোলিংয়ে কী অসাধারণ শুরুটাই না পেয়েছিল পাকিস্তান। মাত্র ১৬ রানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নেন শাহীন শাহ আফ্রিদি ও আমির হামজা। কিন্তু সকালের সেই আনন্দ বেলা গড়াতে ম্লান করেন মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ। দুজনের ১৫৩ রানের জুটি অস্ট্রেলিয়াকে সেই বিপর্যয় পার করিয়ে নিয়ে গেছে ভালো একটা অবস্থানে।

 

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন মার্শ ৯৬ রানে। অর্ধশতকে পৌঁছে স্মিথ আউট হয়েছেন। দিন শেষে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার স্কোর ১৮৭। অ্যালেক্স ক্যারি ব্যাট করছেন ১৬ রানে।

এরই মধ্যে ২৪১ রানের লিড হয়ে গেছে তাদের। প্রথম টেস্ট বড় ব্যবধানে হারা পাকিস্তানের জন্য সেটা শঙ্কার। প্রথম ইনিংসটাও অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে থেকে তারা শেষ করেছে। ২৬৪ রানে অল আউট হয়ে গেছে।

প্যাট কামিন্স ৪৮ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন। ৪ উইকেট নাথান লায়নের। এরপর সকালের সেশনে অস্ট্রেলিয়াকে মিনিট ১৫ দেখে খেলতে হতো। কিন্তু সেটাই তারা পারেনি।

 

ইনিংসের দ্বিতীয় বলেই উসমান খাজাকে ফিরিয়েছেন শাহীন শাহ আফ্রিদি।

শূন্য রানে কট বিহাইন্ড খাজা। একইভাবে মার্নাস লাবুশানেকেও ফেরান আফ্রিদি। ফলে অস্ট্রেলিয়া যখন মধ্যবিরতিতে যায়, তখন ৬ রানেই ২ উইকেট নেই তাদের। ফেরার পর ডেভিড ওয়ার্নারও টেকেননি। মীর হামজাকে উইকেট দিয়ে শেষবারের মতো মেলবোর্নের ক্রিজ ছেড়েছেন তিনি। হামজা এরপর ট্রাভিস হেডকেও বোল্ড করলে ১৬ রানে ৪ উইকেটে মহাবিপদে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকেই তাদের টেনে তুলেছেন মার্শ ও স্মিথ। ক্রিকইনফো 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *