এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

 

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। খাতা পুনঃনিরীক্ষণের কারণে ফেল থেকে পাস করেছে ১৪৯ জন শিক্ষার্থী। ফল পরিবর্তনের কারণে আরো ২৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা যায়, ফল পুনঃনিরীক্ষণের পর বিভিন্ন বিষয়ে নম্বর পরিবর্তনের কারণে ২ হাজার ২৩৭ পরীক্ষার্থীর প্রাপ্ত গ্রেড পরিবর্তন হয়েছে। এই বোর্ডের অধীনে বিষয়ভিত্তিক পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ৬৫ হাজার ৬৯৩ জন। এসব পরীক্ষার্থীরা মোট ২ লাখ ৭১ হাজার ৩৩৫টি খাতা পুনঃনিরীক্ষনের আবেদন করেছিল।

 

চলতি বছর এই বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ১৪ হাজার ৫১০ জন পরীক্ষার্থী।এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৮৪৬ জন। পাসের হার ছিল ৭৯.৪৪ শতাংশ।

 

সাধারণ ৯টি শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন এই পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন।

পাসের হার ছিল ৭৮.৬৪ শতাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *