রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল রবিবার বলেছেন, ন্যাটোভুক্ত কোনো দেশে আক্রমণ চালানোর ইচ্ছা রাশিয়ার নেই। তিনি ন্যাটোভুক্ত দেশে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শঙ্কা ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে জিতে যায়, তাহলে রুশ বাহিনী হয়তো ন্যাটোর কোনো দেশে আক্রমণ চালিয়ে বসতে পারে। যদিও নিজের মন্তব্যের পক্ষে বাইডেন কোনো প্রমাণ হাজির করতে পারেননি।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে গতকাল মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে অর্থহীন বলে উল্লেখ করে পুতিন বলেছেন, তিনি মনে করেন, বাইডেন নিজেও সম্ভবত তা জানেন। রাশিয়া নিয়ে নিজের ভ্রান্ত নীতিকে ন্যায্যতা দেওয়ার জন্যই বাইডেন এমন মন্তব্য করেছেন বলে মনে করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ন্যাটো দেশগুলোর সঙ্গে সংঘাতে যাওয়ার মতো রাশিয়ার কোনো কারণ বা স্বার্থ নেই। এখানে কোনো ভূ-রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক স্বার্থ নেই।
পুতিন বলেন, ন্যাটো দেশগুলোর সঙ্গে রাশিয়ার কোনো সমস্যা নেই। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, এখানে তারাই কৃত্রিমভাবে সমস্যা সৃষ্টি করে, যারা মস্কোর মতো কোনো প্রতিদ্বন্দ্বীকে চায় না। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ ঘিরে কয়েক দশকের মধ্যে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি ঘটেছে।