চট্টগ্রামেও মাঠের কর্মসূচিতে জোর বিএনপির

বিএনপির লোগো।

 

গত ২৮ অক্টোবর থেকে চট্টগ্রামে বিএনপির কার্যালয় বন্ধ রয়েছে। ৪৬ দিন হয়ে গেল, বিএনপির কেউ অফিসে যাননি। হরতাল-অবরোধের সময়ও বিএনপি অফিস খোলেনি। তারা শুধু ঝটিকা মিছিল নামে সীমিত কর্মসূচি পালন করছে। নেতারা জানান, মহান বিজয় দিবস উদযাপনে বিশেষ কর্মসূচি পালন করছেন তারা। শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে চট্টগ্রাম বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। শহরের নেতারাও থাকবেন। চট্টগ্রাম নগরীতে বিএনপির কার্যালয় ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যালয় দুটিতেই তালা ঝুলছে।

বিকেলে চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি মূল প্রবেশদ্বার তালাবদ্ধ। মাঠে চার যুবককে ক্রিকেট খেলতে দেখেছি। সেখানে আমাদের শহরদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ছিল, যাতে বোঝা যায় তারা সরকারের বিরুদ্ধে। কার্যালয়ের সামনের রাস্তায় কোনো মানুষ বিক্ষোভ দেখাতে পারেনি।

তা ছাড়া চট্টগ্রাম নগরীর দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ও বন্ধ তালা ঝুলিয়ে দেওয়া হয়। গতকাল বিকাল ৩টার দিকে মোহাম্মদ আলমগীর নামে এক ডিম বিক্রির সঙ্গে কথা হয় কালের কণ্ঠের সঙ্গে। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে তিনি বিকালে বিএনপি কার্যালয়ের পাশের সড়কে ডিম বিক্রি করছেন। কিন্তু তিনি লক্ষ্য করেন, কর্মী নামক কোনো গ্রুপের সদস্যরা বিএনপি কার্যালয়ে আসেননি। তার বদলে বিএনপি কার্যালয়ের সামনের মাঠে কয়েকজন ছেলেকে ক্রিকেট খেলতে দেখেন। বিএনপি কার্যালয়ের পাশে টাইলস বিক্রিকারী ওই ব্যক্তি কালের কণ্ঠকে বলেন, ২৮ অক্টোবর থেকে বিএনপির কোনো নেতা-কর্মীকে অফিসে যেতে দেখেননি।

এ ছাড়া কার্যালয়কেন্দ্রিক কোনো কর্মসূচিও দেখিনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মহানগর বিএনপির একাধিক নেতাকর্মী জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় দলীয় মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনার পর মহাসচিবসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পর থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির অনেক নেতাকর্মী আড়ালে চলে গেছেন। এ ছাড়া পুলিশও বাসাবাড়িতে তল্লাশি চালাচ্ছে। মূলত পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্যই নেতাকর্মীরা কার্যালয়মুখী হচ্ছেন না। তবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে হরতাল-অবরোধের সমর্থনে কর্মসূচি পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *