জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জাপার বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গা।
তিনি জানান, প্রধানমন্ত্রী দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
জি এম কাদের ও রওশন এরশাদের মধ্যে দলের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ আছে।
মনোনয়ন নিয়ে বিরোধের জেরে রওশন নির্বাচনে অংশ নেননি।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর এ বক্তব্যের এক দিন পর রওশন তার সঙ্গে বৈঠক করলেন।
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গণভবনে যান।