নভেম্বরের মাসসেরা বাংলাদেশের নাহিদা

 

আইসিসিস মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদা আক্তার। ছবি : আইসিসি

 

নভেম্বরের মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন নাহিদা।

নাহিদা পেছনে ফেলেছেন তাঁর সতীর্থ ফারজানা হক ও পাকিস্তান স্পিনার সাদিয়া ইকবালকে। পুরস্কার জিতে আপ্লূত নাহিদা আইসিসিকে জানিয়েছেন, ‘এটা দারুণ মুহূর্ত।

বিশেষজ্ঞ প্যানেলের বিবেচনায় আইসিসির মাসসেরার পুরস্কারের এই স্বীকৃতি আমার জন্য ভবিষ্যতে অনুপ্রেরণার খোরাক হবে। গত কয়েক মাসে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। দলের সাফল্য অবদান রাখতে পেরে আমার ভালো লাগছে। আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি অধিনায়ক, কোচিং স্টাফ এবং সতীর্থদের ধন্যবাদ দিতে চাই।

এটা আমাকে আমার সহজাত খেলা খেলতে এবং চাপের মধ্যে পারফর্ম করতে সাহায্য করেছে।’
গত মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদা। মাত্র ১৪.১৪ গড়ে ৭ উইকেট নেন ২৩ বছর বয়সী স্পিনার। তাতে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি।

এই সংস্করণে এরমধ্যে তিনি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। টি-টোয়েন্টিতে রেকর্ডটা অবশ্য তাঁর দখলে। এই সংস্করণে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট এখন তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *