আজ থেকে শুরু হতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’এর শুটিং। গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।
গতকাল সন্ধ্যায় মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে নতুন লুকে হাজির হলেন শাকিব খান।
ছবিতে দেখা গেছে, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি। ছবিটি ফেসবুকে প্রকাশ করে শাকিব খান লেখেন, ‘রাজকুমার আসছে।’
রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে তারকাশিল্পীরা
১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব ও কফি। সেখানেই একফ্রেমে ভক্তদের ধরা দেন এই দুই তারকা।
অনুষ্ঠানের এক ভিডিও চিত্র শাকিব খান আজ তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমার ছবির প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফসহ আরও উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী,ইধিকা পাল, মেহের আফরোজ শাওন, শারমিন সুলতানা সুমি, কোনাল, প্রিয়তমা গানের শিল্পী রিয়াদ।
‘রাজকুমার’ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আরেকটি সুন্দর সিনেমা হতে যাচ্ছে রাজকুমার। এই ছবিটি নিয়ে সবার অনেক কৌতূহল, রাজকুমার কবে মুক্তি পাবে এটা নিয়েই সবার প্রশ্ন।
‘রাজকুমার’ সিনেমার নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা
নির্মাতা হিমেল আশরাফকে নিয়ে শাকিব খান বলেন, ‘হিমেলকে আমি কখনো ধন্যবাদ দেইনি, তাকে ধন্যবাদ দিতেও চাই না। কারণ তাকে আমি ‘টপ অফ দ্য হিট’দেখতে চাই। পাঁচ বছর আগে যখন সিনেমাটির জন্য আমি তাকে বিশ্বাস করেছি আমার মনে হয়েছে ওর মধ্যে যেই স্প্রিট আছে সেটা একদিন তাকে অনেক দূর নিয়ে যাবে। সাথে সাথে আমাকেও নিয়ে ’
‘রাজকুমার’মুক্তি পাবে আগামী বছরের ঈদুল ফিতরে।