আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ এর ফরিদপুর বিভাগের অডিশন শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ শিরোনামে ফরিদপুর পৌর শহরের অম্বিকাপুর ইসলামিক শরিয়াহ রিসোর্ট সেন্টার চত্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।
সরেজমিন মাদরাসা চত্বরে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে কুরআনের পাখিরা (প্রতিযোগীরা) সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন।
এখানে এসে খুব আনন্দ লাগছে। এ ধরনের আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।’
রাজবাড়ী জেলার বায়তুল ইজ্জদ দারুল উলুম মাদরাসার হাফেজ আসাদুল্লাহ ও আব্দুল হামিদ বলেন, ‘নিবন্ধন করে নাশতাও শেষ করেছি। এখানে আমাদের মত অনেক হাফেজদের মিলনমেলা শুরু হয়েছে।
আমাদের জন্য এমন একটি অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক পরিবেশ সৃষ্টি করার জন্য বসুন্ধরা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
ফরিদপুর বিভাগের অডিশন সমন্বয়ক হাফেজ মাওলানা রাকিব হাসান উচমান বলেন, ‘১৬ বছরের কম বয়সী কুরআনের হাফেজরা অডিশনে অংশ নিতে পারছে। হিফজুল কুরআন প্রতিযোগিতার ফরিদপুর বিভাগে ৫০০ জন কুরআনের হাফেজ অংশগ্রহণ করবে। এখানে ৪টি বুথে নিবন্ধন চলছে। আমরা যারা অডিশন প্রতিযোগিতার দায়িত্বে রয়েছি, প্রতিযোগিদের সকাল ১০টার মধ্যে নিবন্ধন শেষ করার চেষ্টা করছি।
নিবন্ধনের সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীদের সকালের নাশতা দেওয়া হচ্ছে। নাশতা শেষ করার পর অডিশন শুরু হবে। অডিশনে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের মুফতি এহসানুল হক জিলানী পেশ ইমামসহ মোট ১২ জন বিচারক এই অডিশনের বিচারকার্য পরিচালনা করবেন।’
কুরআনের পাখিদের অডিশনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কাজ করছেন বসুন্ধরা গ্রুপ পরিচালিত দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠসহ ৬টি মিডিয়া।