প্রকাশঃ ১০-১২-২০২৩
পাশের দেশ ভারতের স্রেফ রপ্তানি বন্ধের ঘোষণা। আর তাতেই যেন আগুন লেগেছে পেঁয়াজের বাজারে। সকালে এক দর তো রাতে অন্য রকম দামের ঘূর্ণি। গলির দোকানে কোথাও কোথাও দাম শিকড় থেকে ওঠে শিখরে। পাইকারি দামের নাটাইও যেন নেই কারও হাতে। সারাদেশের ব্যবসায়ীরা যে যেভাবে পেরেছে, গতকাল শনিবার অসহায় ক্রেতার পকেটে ছুরি চালিয়েছে। মসলাজাতীয় এ পণ্য কিনতে আদাজল খেয়ে নেমেছিলেন অনেক ক্রেতা। অপ্রয়োজনে কেউ কেউ করেছেন মজুত। কোথাও আবার বাজার থেকেই উধাও। আর তাতেই ২৪ ঘণ্টার ব্যবধানে কেজিতে ৯০ থেকে ১১০ টাকা বেড়ে এখন ২৫০ টাকায় বেচাকেনা হচ্ছে পেঁয়াজ।
দু’দিন ধরে পেঁয়াজ নিয়ে বাজারে এমন হরিলুট চললেও যেন দেখার কেউ নেই। কোথাও কোথাও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নামলেও কারসাজি যা করার, তা সেরে নিয়েছে অসাধু ব্যবসায়ীরা। গতকাল সরকারি এ সংস্থা সারাদেশে ১৩৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।