ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মউ জেলার ঘোসি এলাকায় দেয়াল ধসে সাতজনের মৃত্যু হয়েছে।
বিয়ের অনুষ্ঠান চলাকালীন দেয়াল ধসে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মউ জেলার ঘোসি এলাকায় শুক্রবার দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যে সাতজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই শিশু ও পাঁচ নারী রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, এদিন ঘোসি এলাকায় একটি বিয়েবাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান চলছিল।
গায়েহলুদের আচার-অনুষ্ঠানের জন্য নারীরা বিয়েবাড়ির সামনে দিয়ে লাইন ধরে আসছিলেন। বেশ কয়েকটি শিশুও তাদের সঙ্গে ছিল। এমন সময় রাস্তার ধারে থাকা একটি দেয়াল হঠাৎই ধসে পড়ে। এতে বেশ কয়েকজন নারী দেয়ালের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর জেলা প্রশাসক অরুণ কুমার জানিয়েছেন, এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন আহত হয়েছে। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারগুলোকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবার প্রতি দুই লাখ রুপি এবং আহতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন আদিত্যনাথ।