প্রণব মুখার্জি ও সোনিয়া গান্ধী
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির স্মৃতিচারণ করে একটি বই লিখেছেন মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। এক সময় কংগ্রেসের মুখপাত্রের দায়িত্ব পালন করা শর্মিষ্ঠার ‘ইন প্রণব, মাই ফাদার: অ্যা ডটার্স রিমেমবার্স’ বইটিতে প্রণব মুখার্জির লেখা ডায়রির কিছু তথ্যও স্থান পেয়েছে। প্রকাশিতব্য বইটিতে প্রণব মুখার্জির রাজনৈতিক জীবনের বেশকিছু ঘটনা উঠে এসেছে।
২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর সরকার গঠনের একটি কথা তুলে ধরা হয়েছে এভাবে; সোনিয়া গান্ধীর তখন প্রধানমন্ত্রী হওয়ার কথা। কিন্তু বিরোধী দল বিজেপির বিদ্বেষমূলক প্রচারে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। কে হবেন প্রধানমন্ত্রী এ নিয়ে চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে বাবা প্রণব মুখার্জিকে প্রশ্ন করেছিলেন শর্মিষ্ঠা- নতুন সরকারে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কতটুকু? উত্তরে প্রণব মুখার্জি বলেছিলেন, ‘না তিনি (সোনিয়া গান্ধী) আমাকে প্রধানমন্ত্রী করবেন না’।