ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ নেই যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ নেই যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের এক সামরিক চিকিৎসক দোনেৎস্ক অঞ্চলের অজ্ঞাত এলাকায় গাড়িতে একজন আহত সেনার চিকিৎসা করছেন। ছবিটি ৩০ নভেম্বর তোলা। ছবি : এএফপি

 

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা ১০ হাজার কোটি ডলারের প্যাকেজ আটকে দিয়েছেন। ইউক্রেনকে সাহায্য করার অর্থ নেই বাইডেনের। অন্যদিকে কংগ্রেস দ্রুত এই প্যাকেজ অনুমোদন না করলে রাশিয়া লাভবান হবে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

 

হোয়াইট হাউস বলেছে, ‘সময় দ্রুত চলে যাচ্ছে, আমাদের হাতে ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থও আর নেই।

তাঁরা এই অনুমোদন দেননি।
সোমবার হাউসের স্পিকারকে চিঠি লিখেছেন জো বাইডেনের বাজেট ডিরেক্টর। তিনি লিখেছেন, ‘আমাদের হাতে কোনো জাদুর ঘোড়া নেই, যা দিয়ে আমরা পরিস্থিতি সামলাতে পারি। আমাদের হাতে কোনো অর্থ নেই।

 

আর আমাদের হাতে সময়ও নেই।’

তিনি জানিয়েছেন, ‘যদি কংগ্রেস ওই প্যাকেজে অনুমোদন না করে, তাহলে এ বছরের শেষে আমাদের হাতে কোনো অর্থ থাকবে না, যা দিয়ে আমরা ইউক্রেনের জন্য অস্ত্র বা যন্ত্রপাতি কিনতে পারব। আর এই অস্ত্র ও সাহায্য না পেলে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে লড়তে পারবে না। তারা যেটুকু অর্জন করেছে, তা-ও নষ্ট হবে।’

যুক্তরাষ্ট্রের জতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, ‘যদি প্যাকেজ অনুমোদিত না হয়, তাহলে রাশিয়া লাভবান হবে।

সিনেটের রিপাবলিকান নেতা ম্যাকনেল জানিয়েছেন, ‘এটা নিয়ে আলোচনা হতেই পারে।’ রিপাবলিকানরা বলছেন, মার্কিন সীমান্তের নিরাপত্তা, অভিবাসীদের বিষয়টি বাইডেনকে স্পষ্ট করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *