আ. লীগের প্রেসক্রিপশনে প্রার্থী বাছাই করে দিচ্ছে ইসি : রিজভী

রুহুল কবির রিজভী।

বিএনপির গুরুত্বপূর্ণ সদস্য রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের দেশে বড় ধরনের তামাশা হচ্ছে। তিনি বলেন, সরকার সুষ্ঠু নয় এবং তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করছে। প্রতিটি এলাকায় কে জিতবে তাও তারা ঠিক করছে। তারা অন্যদের মনোনয়ন বাতিল করে শুধু তাদের জিততে চাইছেন।

 

বিএনপির নবম দফা হরতালের দ্বিতীয় দিনে উত্তরায় সমাবেশ  মিছিলের আয়োজন করে মহিলা দলসোমবার সকাল ৭টায় রিজভীর নেতৃত্বে র‌্যালি শুরু হয়। তারা উত্তরার ৪ নম্বর সেক্টরের পার্ক থেকে ঢাকা-গাজীপুর যাওয়ার প্রধান সড়কে হেঁটে যান।রুহুল কবির রিজভী বলেছেন বলেন, আমাদের দেশের সাথে এই মূর্খ খেলা বন্ধ করুন। তারা চায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অবিলম্বে পদত্যাগ করুক।

 

তা নাহলে জনগণ আপনাদের ছাড়বে না।’

রিজভী বলেন, শেখ হাসিনা শুধু তার পক্ষেই লাভবান নির্বাচন করে দেশকে নষ্ট করছেন। দেশ ধ্বংস হয়ে গেলেও শেখ হাসিনা চিন্তিত হবেন বলে মনে হয় না। এই মুহূর্তে দেশের গুরুত্বপূর্ণ সব এলাকাই বিপদে পড়েছে।

 

আমদানি-রপ্তানি প্রায় বন্ধ।’

দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা উল্লেখ করে রিজভী বলেন, ‘লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা। শাক-সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গরীব মানুষগুলো একবেলা পেট ভরে খেতে পারছে না।

 

অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা।’

মিছিলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের আহ্বায়ক পেয়ারী মোস্তফা, সদস্যসচিব রুনা, মহিলা দলের নেত্রী জাকিয়া সুলতানা, পারভিন, নাজমা শিকদার, তামান্না, তহমিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *