মনোনয়ন বাতিল ২০ প্রার্থীর, স্থগিত তিনজনের

প্রকাশঃ ৩-১২-২০২৩

মনোনয়ন বাতিল ২০ প্রার্থীর, স্থগিত তিনজনের

যাচাই-বাছাইয়ে নানা ত্রুটি ধরা পড়ায় গতকাল শনিবার বিভিন্ন সংসদীয় আসনে ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া স্থগিত হয়েছে তিনজনের। এর মধ্যে ময়মনসিংহে ১১, রংপুরে পাঁচ, টাঙ্গাইলে তিন ও গোপালগঞ্জে একজনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। অন্যদিকে রংপুরে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহের ১১ আসনের মধ্যে গতকাল ছয়টিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের নেতৃত্বে যাচাই-বাছাই হয়। এতে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ফারুক আহমেদ খান, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে এ কে এম আবদুর রফিক, মোশাররফ হোসেন আজাদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বদর উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, ফয়জুর রহমান, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ডা. খন্দকার রফিকুল ইসলাম, আবদুল মান্নান আকন্দ, জাহাঙ্গীর আলম খান ও সেলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সদ্য পদত্যাগ করা ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরিদা রহমান খান এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাসদের (ইনু) প্রার্থী এস এম আবু মোস্তফার মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা জানান, প্রথম দু’জনের বাতিল হয়েছে ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায়। অন্যদিকে এস এম আবু মোস্তফার নিজের স্বাক্ষর, দলীয় প্রধানের স্বাক্ষর ও অনুমতিপত্র না থাকা এবং সঠিকভাবে পূরণ না করায় বাতিল করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *