প্রকাশঃ ৩০-১১-২০২৩
ছবিঃ সংগৃহীত
বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীকে আটকে মারধর করে পুলিশে দিচ্ছে ছাত্রলীগ-যুবলীগ। শুধু রাজধানীর হাতিরঝিল থানাতেই গত ছয় মাসে এ ধরনের অন্তত ছয়টি ঘটনার অভিযোগ রয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে কফিশপ থেকে আটকে পিটিয়ে পুলিশে দিয়েছে ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল বুধবারও পল্লবীতে মিছিলের প্রস্তুতির সময় তিন নেতাকর্মীকে আটকে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ পুলিশে দিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। অন্যান্য ঘটনার মতো পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান মিয়া সমকালকে বলেছেন, পুলিশই তাদের আটক করেছে।
গত ১৪ নভেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের ওরফে মিশুক ও অমর একুশে হল শাখার জ্যেষ্ঠ সহসভাপতি জসিম খানকে মারধর করে পুলিশে দেয় ছাত্রলীগের নেতাকর্মী। গত রোববার ফেনীর দাগনভূঁইয়া উপজেলা বিএনপি সভাপতি আকবর হোসেনকে ঘেরাও করে ছাত্রলীগ ও যুবলীগ। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না সমকালকে বলেন, ছাত্রলীগ বলে কথা নয়; কাউকে আটকে মারধর করা মানবাধিকারের লঙ্ঘন।