পাকিস্তানে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ

 

নওয়াজ শরিফ

নওয়াজ শরিফ

অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ খালাস পেয়েছেন। গতকাল বুধবার ইসলামাবাদ হাইকোর্ট এ রায় দিয়েছেন।

পাকিস্তানের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নওয়াজের দল পিএমএল-এনের জন্য এটিকে বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।

অ্যাভেনফিল্ড মামলায় নওয়াজের করা আপিলের শুনানি নিয়ে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেবের দুই সদস্যের বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।

২০১৬ সালে পানামা পেপারসে লন্ডনের অভিজাত এলাকা পার্ক লেনে অ্যাভেনফিল্ড হাউসে নওয়াজ শরিফের চারটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার তথ্য ফাঁস হয়। নওয়াজের বিরুদ্ধে অভিযোগ, তিনি এসব ফ্ল্যাট কেনার অর্থের বৈধ আয় দেখাতে পারেননি। পানামা পেপারস কেলেঙ্কারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় নওয়াজ শরিফকে। দেশের সর্বোচ্চ আদালত তাঁকে অযোগ্য ঘোষণা করেন। আদালত তাঁকে রাষ্ট্রীয় যেকোনো পদের জন্য আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন। পরে আদালতের রায়ে দলীয় প্রধানের পদও ছাড়তে হয় নওয়াজকে।

অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় ২০১৮ সালের জুলাইয়ে পাকিস্তানের একটি জবাবদিহি আদালত (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) সহযোগিতা না করার কারণে অতিরিক্ত এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *