প্রকাশঃ ২৯-১১-২০২৩
ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহ শহরে পূর্বশত্রুতা থেকে হওয়া মারামারির সময় ধারালো অস্ত্রের আঘাতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি, যুবলীগ কর্মীসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের ৩ নম্বর পানির ট্যাংকপাড়ায় এ ঘটনা ঘটে। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
মারামারিতে আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও শহরের আদর্শপাড়ার বাসিন্দা হাফিজুর রহমান ওরফে পলাশ (৪০), শহরের পানির ট্যাংকপাড়া এলাকার যুবলীগ কর্মী মো. বাদল (৩৫), কাঞ্চনপুর এলাকার বাসিন্দা ও যুবলীগ কর্মী কালু হোসেন (৩২) এবং একই এলাকার যুবলীগ কর্মী আলিফ (২২)। তাঁদের সবাইকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাফিজুর রহমান ও আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।