যুবলীগ কর্মীসহ চারজন আহত (ঝিনাইদহ)

প্রকাশঃ ২৯-১১-২০২৩

 

ঝিনাইদহ জেলার মানচিত্র

                                                                         ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ শহরে পূর্বশত্রুতা থেকে হওয়া মারামারির সময় ধারালো অস্ত্রের আঘাতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি, যুবলীগ কর্মীসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের ৩ নম্বর পানির ট্যাংকপাড়ায় এ ঘটনা ঘটে। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

মারামারিতে আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও শহরের আদর্শপাড়ার বাসিন্দা হাফিজুর রহমান ওরফে পলাশ (৪০), শহরের পানির ট্যাংকপাড়া এলাকার যুবলীগ কর্মী মো. বাদল (৩৫), কাঞ্চনপুর এলাকার বাসিন্দা ও যুবলীগ কর্মী কালু হোসেন (৩২) এবং একই এলাকার যুবলীগ কর্মী আলিফ (২২)। তাঁদের সবাইকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাফিজুর রহমান ও আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *