শ্বেতা বচ্চন নন্দা ও অমিতাভ বচ্চন। ইনস্টাগ্রাম থেকে
মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে মুম্বাইয়ে নিজের বাংলো প্রতীক্ষা উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন। ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বাংলোর দাম ৫০ কোটি রুপি।
যৌথভাবে প্রতীক্ষার মালিকানা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের। জানা গেছে, তাঁরাই সিদ্ধান্ত নিয়েছেন মেয়েকে বাংলোটি উপহার দেওয়ার।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৬ হাজার ৮৪০ বর্গফুটের বাংলোটির বর্তমান বাজারমূল্য ৫০ কোটি ৬৩ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকার বেশি।
তবে মেয়েকে বাংলো উপহার দেওয়া নিয়ে অমিতাভ বা জয়া বচ্চন কোনো মন্তব্য করেননি। বাংলো হস্তান্তর নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ। কিছুদিন আগে তিনি শেষ করেছেন টিজে গনাভেলর নাম ঠিক না হওয়া সিনেমা।
এতে দীর্ঘদিন পর রজনীকান্তের সঙ্গে দেখা যাবে তাঁকে। বলিউড ও দক্ষিণ ভারতের দুই বড় তারকাকে একসঙ্গে পর্দায় দেখতে তর সইছে না ভক্তদের।
সর্বশেষ অমিতাভকে দেখা গেছে আর বালকির ‘ঘুমার’ সিনেমায়। এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির মূল চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন ও সায়ামি খের।