প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩৫

মডেল: রিয়া ও ইয়াসফি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন সময় প্রস্তুতি নেওয়ার। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ৩৫তম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।

 

১. ‘কারার ঐ লৌহ-কবাট’ কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থে প্রকাশিত হয়?
ক) সাম্যবাদী
খ) অগ্নিবীণা
গ) বিষের বাশি
ঘ) ভাঙার গান

২. ‘সাহিত্যিক’ শব্দে ‘ষ্ণিক’ (ইক) প্রত্যয় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বিষয়ক
খ) ভাবার্থে
গ) বেত্তা
ঘ) অপত্য

৩. দ্বন্দ্ব সমাসের বিপরীতার্থক সমাস কোনটি?
ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) দ্বিগু
ঘ) বহুব্রীহি

৪. দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি কোন পদ হয়?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) সর্বনাম
ঘ) ক্রিয়া

৫. কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে?
ক) চাকর
খ) কবিরাজ
গ) মরদ
ঘ) দাদা

৬. ‘দারোগা’ কোন ভাষার শব্দ?
ক) হিন্দি
খ) পর্তুগিজ
গ) তুর্কি
ঘ) ফরাসি

৭. ‘ছাব্বিশে মার্চ’ কোন প্রকারের বিশেষণ?
ক) ক্রমবাচক
খ) ভাববাচক
গ) উপাদানবাচক
ঘ) পূরণবাচক

৮. প্রযোজক ক্রিয়ার অপর নাম কী?
ক) মিশ্র ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) নামধাতুর ক্রিয়া
ঘ) ণিজন্ত ক্রিয়া

৯. ‘বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা?’—এখানে কী অর্থ প্রকাশ পেয়েছে?
ক) সঙ্গে
খ) প্রয়োজনে
গ) ব্যতিরেক
ঘ) আবশ্যিকতা

১০. ‘দুর! এ কথা কি বলতে আছে?’—এখানে ‘দুর’ কোন ধরনের আবেগ?
ক) বিরক্তি আবেগ
খ) আতঙ্ক আবেগ
গ) অলংকার আবেগ
ঘ) বিস্ময় আবেগ

১১. ‘গবাক্ষ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?
ক) জানালা
খ) দরজা
গ) গরুর চোখ
ঘ) গরুর চাকা

১২. ‘ময়নামতীর চর’ কবিতাটি কে লিখেছেন?
ক) বন্দে আলী মিয়া
খ) আল মাহমুদ
গ) সৈয়দ মুজতবা আলী
ঘ) গোলাম মুরশিদ

১৩. বেগম সুফিয়া কামাল কত সালে একুশে পদক লাভ করেন?
ক) ১৯৭৫
খ) ১৯৭৬
গ) ১৯৭৭
ঘ) ১৯৭৮

১৪. ‘নোলক’ কবিতায় কবি নোলকের রূপকে কোথায় খুঁজেছেন?
ক) হারানো বাংলার ঐতিহ্যের কাছে
খ) গৃহবধূর কাছে
গ) কন্যার কাছে
ঘ) চাষির মেয়ের কাছে

১৫. ‘বৈজয়ন্তী’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
ক) কেতন
খ) পাহাড়
গ) অবনী
ঘ) পাবক

১৬. ‘যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে’—এটি কোন ধরনের বাক্য?
ক) মিশ্র বাক্য
খ) সরল বাক্য
গ) আশ্রিত বাক্য
ঘ) যৌগিক বাক্য

১৭. ‘তুর্কি নাচন’ বাগধারাটির অর্থ কী?
ক) বড়াই করা
খ) কুটিলতা
গ) লজ্জা
ঘ) নাজেহাল অবস্থা

১৮. ‘উপাচার্য’ শব্দটিতে ‘উপ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ
খ) সদৃশ
গ) ক্ষুদ্র
ঘ) সামীপ্য

১৯. ‘চিরন্তন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) পুরাতন
খ) ক্ষণকালীন
গ) তিরোভাব
ঘ) পরলোক

২০. নিচের কোনটি শুদ্ধ বানান?
ক) বুদ্ধিজীবি
খ) বুদ্ধিজীবী
গ) বুদ্ধিজিবী
ঘ) বুদ্ধিজিবি

মডেল টেস্ট ৩৫-এর উত্তর

১. ঘ। ২. গ। ৩. ঘ। ৪. ক। ৫. ঘ। ৬. গ। ৭. ঘ। ৮. ঘ। ৯. গ। ১০. গ।
১১. গ। ১২. ক। ১৩. খ। ১৪. ক। ১৫. ক। ১৬. ক। ১৭. ঘ। ১৮. গ। ১৯. খ। ২০. খ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *