ছবিঃ মেলিসা ব্যারেরা মার্টিনেজ মেক্সিকান অভিনেত্রী।
মেলিসা ব্যারেরা মার্টিনেজ নামের একজন মেক্সিকান অভিনেত্রী ‘স্ক্রিম’ নামের একটি ভীতিকর সিনেমায় অভিনয় করতে যাচ্ছিলেন, কিন্তু তাকে সিনেমা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গাজয় যুদ্ধবিদ্ধস্ত লোকেদের সমর্থন করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, সেখানে তিনি বলেন গাজা আক্তা বন্দিশিবির, মানুষ দুর্বিষহ কষ্ট নিয়ে থাকছে আর বিশ্ববাসী মুখ বুজে সব সহ্য করছে। যারা সিনেমাটি তৈরি করেন তারা তার কথা পছন্দ করেননি এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তাকে আর চলচ্চিত্রে থাকতে দেবেন না। তারা বলেছিল যে সে যা বলেছিল তা ভুল এবং ইহুদি বিদ্বেষমূলক কথা তারা সহ্য করবে না।