ছবিঃ হরতালে ১১ টি গাড়ীতে ।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১১টি গাড়ি ও ট্রাকে আগুন নেভাতে সহায়তাকারী ব্যক্তিদের জানানো হয়েছে। আজ সকালে ফায়ার সার্ভিস আমাদের জানায়, বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু অসৎ লোক গাড়িতে আগুন দিয়েছে। রাজধানী ঢাকায় ৫টি গাড়ি পোড়ানো হয়েছে। রাজশাহীতে তিনটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে দুটি গাড়ি পোড়ানো হয়েছে। আর ময়মনসিংহে একটি গাড়ি পুড়ে গেছে। আজ বিএনপি নামের একটি দল ৪৮ ঘণ্টা হরতাল শুরু করেছে। তারা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে অসন্তুষ্ট এবং এটি পরিবর্তন করতে চান। জামায়াত-ই-ইসলামী নামক আরেকটি দলও হরতালে যোগ দেয়, সাথে বিএনপির মত অনুরূপ বিশ্বাসী অন্যান্য দলও।
হরতাল চলাকালে কয়েকটি বাস, ভ্যান, ট্রাক ও অন্যান্য যানবাহনে আগুন দেওয়া হয়। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস বলছে, গতকাল সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার কাফরুলে বিহঙ্গ পরিবহনের একটি বাসে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার গুলিস্তান টোল প্লাজার সামনে কামাল পরিবহনের একটি বাস পুড়িয়ে দেওয়া হয়। জয়পুরহাটে রাত ৯টা ৪৫ মিনিটে একটি পিকআপ ট্রাকে কেউ আগুন দিয়েছে। গত রাত ১১টা ৩৫ মিনিটে কুমিল্লায় পাপিয়া পরিবহন নামের একটি বাসে আগুন লাগে। ধানমন্ডিতে গভীর রাতে মৌমিতা পরিবহন নামের একটি বাসে আগুন লেগেছে।
প্রায় মধ্যরাতে রাজধানীর মিরপুরের কালশী নামক স্থানে বসুমতী পরিবহন নামের একটি বাস পুড়িয়ে দেওয়া হয়। গতকাল দুপুর ১টা ২০ মিনিটে সরিষাবাড়ীতে একটি ট্রেনের তিনটি অংশে আগুন লাগে। দুপুর দেড়টার দিকে বগুড়া নামক স্থানে কেউ একটি ট্রাকে আগুন দেয়। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে ফেনীর লালপুর নামে অন্য একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় কেউ। গত রাত ৩টা ২০ মিনিটে নাটোরের ভবানীগঞ্জে একটি বাসে আগুন লাগে। আজ সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বঙ্গবাজার নামক একটি ব্যস্ত স্থানে বিস্ফোরিত হয়ে বিশেষ ধরনের জ্বালানিতে চলাচলকারী একটি ছোট গাড়িতে আগুন ধরে যায়।