ছবিঃ ইমরান খান।
একটি বিশেষ আদালত বলেছে যে পাকিস্তানের প্রাক্তন নেতা ইমরান খানকে চার দিনের জন্য পুলিশের রিমান্ড দেয়া হয়েছে । গতকাল, আদালত আল কাদির ট্রাস্টকে বলেছে দুর্নীতি মামলায় এমন আদেশ জারি করা হয়। আদালতের অনুমতি চাওয়ায় তাকে চার দিন জাতীয় জবাবদিহি ব্যুরোর কাছে রাখা হবে। ১০ দিনের জন্য রিমান্ড চেয়েছিল, কিন্তু আদালত বলেছিল যে তাকে কেবল চার দিন এর রিমান্ড মঞ্জুর করা হয়েছে । ইমরান খান,দোষী সাব্যস্ত হয়েছেন, তিনি এখন রাওয়ালপিন্ডি নামে একটি শহরের আদিয়ালা জেল নামক কারাগারে রয়েছেন।
শুক্রবার একটি বিশেষ আদালতে পরবর্তী কী হবে তা নির্ধারণের জন্য সেখানে বৈঠক হয়েছিল। এনএবি জানিয়েছে, ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি আল কাদির ট্রাস্টের সহায়তায় স্কুল তৈরির জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে অনেক জমি পেয়েছেন।