ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান মনে করেন, ফাইনালের সেরা খেলোয়াড় হবেন জাদেজাছবি : ইসিবি
আগে ব্যাট করে সবচেয়ে কম ব্যবধানে জয়টা ৭০ রানে, পরে ব্যাট করে ৪ উইকেটে। কতটা দাপুটে ক্রিকেট খেলে ভারত বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে, সেটা বুঝতে এই পরিসংখ্যানই যথেষ্ট।
আরেকটি পরিসংখ্যান দিয়েও বিশ্বকাপ ভারতের একচেটিয়া আধিপত্য বোঝানো যেতে পারে। চোটে পড়ে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ার আগপর্যন্ত আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ব্যাটিংই করতে হয়নি। পান্ডিয়ার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর ভারত আরও ৬ ম্যাচ খেলেছে। সেখানেও জাদেজা দুইবার ব্যাটিংয়ের সুযোগ পাননি। যে ৪ ম্যাচে ব্যাট করেছেন, তার মধ্যে দুবার ছিলেন অপরাজিত।