আল শিফা হাসপাতালকে ‘মৃত্যুপুরী’ বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আল শিফা হাসপাতালে একটি অস্থায়ী অস্ত্রোপচার কেন্দ্র, ১২ নভেম্বর

আল শিফা হাসপাতালে একটি অস্থায়ী অস্ত্রোপচার কেন্দ্র, ১২ নভেম্বর

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানবিক পরিস্থিতি প্রতিনিধিদলটি গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আল শিফা হাসপাতাল পরিদর্শন করেছে। সেখানে গোলা হামলা ও গুলির চিহ্ন দেখতে পেয়েছে তারা। এ পর্যালোচনাকারী দলের সদস্যরা আল শিফা হাসপাতালকে ‘মৃত্যুপুরী’ বলে উল্লেখ করেছেন।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোববার কিছু কথা বলেছে। তারা একদল লোককে পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে ডাক্তার, যারা পরিকল্পনা করতে সাহায্য করে এবং যারা জিনিসগুলি নিরাপদ রাখে তাদের একটি হাসপাতালে যেতে। ১৮ নভেম্বর দলটি শুধুমাত্র এক ঘন্টা হাসপাতালে অবস্থান করেছিল কারণ তারা নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। 

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলটি হাসপাতালটিকে ‘মৃত্যুপুরী’ উল্লেখ করে বলেছে, সেখানকার পরিস্থিতি ‘শোচনীয়’। বিশুদ্ধ পানি, জ্বালানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের অভাবে হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়েছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে বলা হয়, গোলা হামলা ও গুলির চিহ্নগুলো আলামত। হাসপাতালের প্রবেশপথে বড় একটি কবর দেখতে পেয়েছে দলটি। বলা হয়েছে, ৮০ জনের বেশি মানুষকে সেখানে কবর দেওয়া হয়েছে।

 

হলওয়ে ও হাসপাতাল প্রাঙ্গণ বিভিন্ন বর্জ্যে ভরে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগী ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আল শিফা হাসপাতালে ২৫ স্বাস্থ্যকর্মী ও ২৯১ রোগী অবস্থান করছেন। এর মধ্যে ৩২ নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।

 

বিবৃতিতে বলা হয়, হাসপাতালটিতে এখনো যেসব রোগী, কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা অবস্থান করছেন, তাঁদের অবিলম্বে সরিয়ে নেওয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তাদের সহযোগীরা জরুরি ভিত্তিতে পরিকল্পনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *