দেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এই সভা আহ্বান করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
রাজনৈতিক সহিংস কর্মকাণ্ডে দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ঝুঁকিতে পড়ছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।
এই অবস্থায় ব্যবসায়িক পরিবেশ স্থিতিশীল রাখতে রাজনৈতিক দলগুলোর সংলাপের ওপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতাদের কেউ কেউ। ব্যবসায়ীদের কেউ কেউ বলেছেন এ বিষয়ে এফবিসিসিআই ভূমিকা রাখতে পারে। ব্যবসায়ীদের কেউ কেউ প্রস্তাব দিয়েছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এফবিসিসিআইকে বৈঠকে বসার।
রাজধানীর গুলশানে এফবিসিসিআইয়ের কার্যালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা এই পরামর্শ দেন। সভায় বেশ কয়েকজন অর্থনীতিবিদও অংশ নেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের অংশগ্রহণে এই সভা আহ্বান করা হয়। এতে সভাপতিত্ব করেন মাহবুবুল আলম।
দেশের রাজনৈতিক অস্থিরতা জাতীয় অর্থনীতিকে শঙ্কার দিকে ঠেলে দিচ্ছে।
বিদ্যমান পরিস্থিতি দেশের সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করছে।
মাহবুবুল আলম, সভাপতি, এফবিসিসিআই
সভায় বর্তমান রাজনৈতিক সহিংসতা, ডলার–সংকট, মূল্যস্ফীতি, আমদানি নিয়ন্ত্রণ, ব্যাংকঋণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এফবিসিসিআইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় অংশ নেওয়া একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ কয়েকজন ব্যবসায়ী ব্যবসা-বাণিজ্য নিয়ে তাঁদের উদ্বেগের কথা তুলে ধরেন। পাশাপাশি এই পরিস্থিতি থেকে উত্তরণে তাঁরা এফবিসিসিআইকে সক্রিয় হওয়ারও আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা রাজনৈতিক দলগুলোকে সহিংস বা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন কর্মসূচি না নেওয়ার জন্য আহ্বান জানাতে এফবিসিসিআইকে অনুরোধ করেন।
সভায় এফবিসিসিআইয়ের সাবেক একজন সভাপতি বলেন, ২০১৪-১৫ সালে রাজনৈতিক অস্থিরতার সময় এফবিসিসিআই দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপের উদ্যোগ নিয়েছিল। এবারও তেমন উদ্যোগ নেওয়া যেতে পারে।
সভা সূত্রে জানা যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে সাদা পতাকা দেখানো, শান্তি সমাবেশ করাসহ বিভিন্ন উদ্যোগ নিতে এফবিসিসিআইকে পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা।