হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি চেয়ে তেল আবিবে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩

রিপোর্ট : আলজাজিরা

ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্ত করে আনার দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ হয়েছে।

 

শনিবার রাতভর এই বিক্ষোভে কয়েক হাজার ইসরায়েলি অংশ নেন। হামাসের হাতে বন্দি হওয়া অনেক ইসরায়েলির স্বজনরাও এ বিক্ষোভ মিছিলে ছিলেন।

 

বিক্ষোভে অংশ নেওয়া নাওম পেরি’র বাবাকে নির ওজ শহর থেকে অপহরণ করা হয়েছে। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজকে নাওম পেরি বলেন, ‘প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্যরা যেন বিজয়ের কথা না বলেন, গাজাকে ধুলিস্যাৎ করে দেওয়ার কথাই না বলেন। তারা যেন লোকজনকে ঘরে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেন।’

 

ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য মতে, গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হন এবং হামাস সদস্যরা ২৪০ জনের বেশি ইসরায়েলিকে বন্দি করে। এরপর থেকে চলমান যুদ্ধে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে সাড়ে ৪ হাজারের বেশি শিশু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *