আমরা চাই বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারুক এবং কোনো রকম মারামারি বা একে অপরকে আঘাত না করে।
জাতিসংঘের নেতার পক্ষে কথা বলা স্টিফেন ডুজারিক সোমবার নিউইয়র্কে জাতিসংঘের প্রধান ভবনে এক বৈঠকে একথা বলেন।
সুষ্ঠ নির্বাচনের কথা বললেও বিএনপি কেন নির্বাচন নিয়ে আলোচনার বৈঠকে যোগ দেয়নি এমন প্রশ্নে দুজারিক এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি কেন অংশগ্রহণ করিনি তা বলতে পারব না, বিস্তারিত জানি না। এক পক্ষ কেন সংলাপে নিয়োজিত হচ্ছে না তা ব্যাখ্যা করতে পারব না। তবে আমি যা বলতে পারি তা হল আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠ ও সহিংসতামুক্ত নির্বাচন হোক। ” নির্বাচন কমিশন ৪ নভেম্বর দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে দুটি বৈঠকের পরিকল্পনা করেছিল। কিন্তু দুঃখের বিষয়, বিএনপিসহ কয়েকটি দল বৈঠকে না আসার সিদ্ধান্ত নিয়েছে।