ফিলিস্তিনের পক্ষে ভারতে কেন বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে না

 

 

শ্রীনগর

পশ্চিমা বিশ্ব থেকে মুসলিম বিশ্ব—সর্বত্র ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভে রাস্তায় নামছেন লাখ লাখ মানুষ। কিন্তু ফিলিস্তিনের পক্ষে সব সময় উচ্ছ্বকিত ভারতের কাশ্মীর বিস্ময়করভাবে শান্ত।

 

ভারত কর্তৃপক্ষ মুসলিম-অধ্যষিত কাশ্মীরে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ-সমাবেশ করতে দিচ্ছে না। জুমার দিন খুতবায় ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে কোনো ধরনের বক্তব্য না দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। কাশ্মীরের বাসিন্দা ও মুসলিম ধর্মীয় নেতারা বার্তা সংস্থা এপিকে এমনই বলছেন।

বিশ্লেষকেরা বলছেন, কাশ্মীরে কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ যাতে দানা বাঁধতে না পারে, নয়াদিল্লির সরাসরি শাসন অবসানের দাবি যাতে কাশ্মীরের মানুষ আওয়াজ তুলতে না পারে, সে জন্য কেন্দ্রীয় সরকার যেকোনো ধরনের বিক্ষোভ-সমাবেশে বিধিনেষেধ আরোপ করেছে। আবার নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ফিলিস্তিন ইস্যুতে ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির বদল ঘটিয়েছে।

 

ভারত দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিবদমান দুই পক্ষের মধ্যে একধরনের নিরপেক্ষ নীতি মেনে চলছিল। ঐতিহাসিকভাবে দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল। কিন্তু ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরপরই কড়া নিন্দা জানিয়ে বসল ভারত। একই সঙ্গে ইসরায়েলের প্রতি সংহতি জানিয়েছে তারা। গাজায় ইসরায়েলি হামলায় বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় মোদি সরকার দায়সারা গোছের বিবৃতি দিয়েছে, যাতে গাজায় আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *