জাতিসংঘের নেতা আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজা উপত্যকায় অনেক শিশু মারা যাচ্ছে এবং আহত হচ্ছে। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক কারণ এই শিশুরা কোনো ভুল করেনি। এ খবর জানিয়েছে বিবিসি।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ নামের একটি বড় দলের নেতা সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কিছু কথা বলেন। হামাস নামক একটি গোষ্ঠীর উপর তিনি খুব ক্ষুব্ধ হয়েছিলেন বিনা সতর্কতায় ইসরায়েল নামক আরেকটি দেশকে আক্রমণ করার জন্য। তিনি আরও বলেন, হামাস নিজেদের রক্ষার জন্য নিরীহ মানুষকে বিপদে ফেলে সত্যিই খারাপ কিছু করছে।
এদিকে, জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৯ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ হাজার একশরও বেশি শিশু।