লঙ্কানদের লক্ষ্যও চ্যাম্পিয়নস ট্রফি

সেমিফাইনালের লড়াই থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বাদ পড়েনি শ্রীলঙ্কা। তবে পয়েন্ট টেবিলের যে অবস্থা, বাস্তবিক অর্থে লঙ্কানরা সেমির দৌড়ে নেই। বিশ্বকাপে এখনো তাদের দুই ম্যাচ বাকি। প্রথমটিতে আজ লঙ্কানদের প্রতিপক্ষ বাংলাদেশ।

 

সেমির লড়াই থেকে বাংলাদেশ সবার আগে ছিটকে গেছে। বিশ্বকাপের গণ্ডিতে শ্রীলঙ্কার মতো বাংলাদেশেরও আর কিছু পাওয়ার নেই। দৃষ্টি সীমানা বিশ্বকাপ থেকে সরিয়ে বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও তাই নতুন লক্ষ্য ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করা।

 

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস।

 

একই সঙ্গে খারাপ সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী কুশল, ‘আমরা এ বছরও বাংলাদেশের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করতে এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই ম্যাচের জন্য আমরা দলে খুব বেশি পরিবর্তনের পক্ষে নই। আমি বিশ্বাস করি, খারাপ সময়ে আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আ

 

দিল্লিতে বায়ুদূষণ নিয়ে ম্যাচের আগে থেকে উদ্বিগ্ন শ্রীলঙ্কা। পরিস্থিতি অনুকূলে না থাকায় বাংলাদেশের মতো শনিবারের অনুশীলন বাতিল করে তারাও। এরপর আইসিসির কাছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা জানতে চেয়েছিল লঙ্কানরা। দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদে জানিয়েছেন, তাঁরা ভেন্যু বদলের অনুরোধ করেননি, ‘আমরা ভেন্যু বদলের অনুরোধ করিনি। আমরা এখানে এসে দেখলাম, বাংলাদেশ অনুশীলন বাতিল করেছে। 

আমরা তাই ম্যাচ নিয়ে আইসিসির কাছে জিজ্ঞেস করেছিলাম, তাদের পরিকল্পনা কী। তারা আলোচনা করে আমাদের জানায়, এর মধ্যে ম্যাচ আয়োজনের জন্য বেশ কিছু জিনিস স্থাপন করা হয়েছে। আইসিসির যেমন পরিকল্পনা সেভাবেই আমরা চলব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *