গাজীপুরে বাসে উঠে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা যাত্রীবাহী বাসে উঠে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়, কিন্তু দুর্ভাগ্যবশত, বাসের একটি উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যেই আগুনে পুড়ে গেছে।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাস। আজ সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাস। আজ সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়

 

হাবিবুর রহমান নামের এক বাসচালক জানান, কেপি পরিবহনের একটি বাস প্রতিদিন সকালে গাজীপুর শহরের কোনাবাড়ি থেকে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় শ্রমিকদের নিয়ে যায়। কোনাবাড়ীর দিকে তার স্বাভাবিক রুটে সফিপুর বাজারের কাছে আরেকটি বাসের চাপে বাসের গতি কমিয়ে দিতে হয়। এই মুহুর্তে, চার থেকে পাঁচ যুবকের একটি দল হঠাৎ বাসে ওঠে এবং আগুন দেওয়ার আগে এতে পেট্রোল ঢেলে এগিয়ে যায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

হাবিবুর রহমান বলেন, ওই যুবকেরা যখন বাসে ওঠেন, তখন তিনি বলেছিলেন, ‘ভাই, আমি তো কোনো যাত্রী নেব না, আপনারা কেন উঠেছেন?’ তখন তাঁরা জবাবে বলেছিলেন, কোথাও যাওয়া লাগবে না। এর পরপরই তাঁদের হাতে থাকা বোতল থেকে তেল ছিটিয়ে দেন। পরে আগুন দিয়ে পালিয়ে যান। তিনি অল্পের জন্য দৌড়ে নেমে গিয়ে বেঁচে গেছেন।

 

কালিয়াকোর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রায়হান জানান যে তাদের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তবে গাড়ির ভিতরের এবং সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিয়াকোর থানার ওসি আকবর আলী খান জানান, সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ঘটনাটি ঘটিয়েছে এবং তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *