গত শনিবার রাতে গাজায় বোমা হামলা হয়েছে যেখানে বহু মানুষ আহত হয়েছে। দুঃখজনকভাবে, ৫১ ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু, হামলায় প্রাণ হারিয়েছে। ওয়াফা নামের একটি ফিলিস্তিনি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে রয়টার্স নামে আরেকটি সংবাদ সংস্থা নিশ্চিত করতে পারেনি ওয়াফার তথ্যটি সত্য কি না। রয়টার্সও এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য জানতে চেয়েছিল, কিন্তু তারা তখনই কোনো উত্তর দেয়নি।
আশরাফ আল-কিদরা নামে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে কথা বলা একজন ব্যক্তি বলেছেন যে হামলায় অনেক লোক নিহত হয়েছে। তবে ঠিক কতজন মারা গেছেন তা তিনি বলেননি। আল কিদরা আরও ব্যাখ্যা করেছেন যে হাসপাতালের জরুরি কক্ষটি খুব পূর্ণ, তাই কিছু লোক যারা খুব আহত হয়েছে তাদের মাটিতে যত্ন নিতে হবে। মাগাজি গাজা উপত্যকার মাঝখানের একটি জায়গা যার নাম দেইর আল-বালাহ। ইসরায়েল বলছে, তারা শুধু হামাস নামে একটি গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে। তারা সাধারণ মানুষকে আঘাত করার চেষ্টা করছে না। ইসরায়েল বলছে, হামাস নিজেদের রক্ষার উপায় হিসেবে যোদ্ধাদের ব্যবহার করছে।
৭ অক্টোবর হামাস ও ইসরাইল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পর ইসরায়েল গাজার ভেতরে বা বাইরে যাওয়া বন্ধ করে এবং বোমাবর্ষণ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে, ইসরাইলি হামলায় ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। কিন্তু ইসরায়েল বলছে, হামাসের হামলায় ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।