নিউজ২৪লাইভ বিডি :
বাগেরহাটের চিতলমারীতে আনোয়ার মোল্লা ওরফে আনো (৪৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ার বাগেরহাট শহরের মাঝিডাঙ্গা এলাকার সলেমান মোল্লার ছেলে। শনিবার ভোরে চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামের কুশির বাগান সংলগ্ন খালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাতে বাগেরহাট শহরের বড় বাজার থেকে যাত্রী নিয়ে চিতলমারীর উদ্দেশ্যে রওনা করেন চালক আনোয়ার মোল্লা। অনেক রাত হয়ে যাওয়ার পরেও আনোয়ার বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ইজিবাইকে লাগানো মটোলকের (লোকেশন ট্র্যাকার ডিভাইস) মাধ্যমে তার অবস্থান জানা যায়। মটোলক ডিভাইসের টেকনিশিয়ান এনামুল আহসান তিতাস ও আনোয়ারের ভাই দেলোয়ার মোল্লাসহ কয়েকজন পুলিশের সহায়তায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা মোড় থেকে ইজিবাইকসহ ছিনতাইকারীদের আটক করা হয়।