অবশেষে আজ ২৮ জুলাই, রবিবার বিকাল ৩টা হতে চালু হতে যাচ্ছে মোবাইল ইন্টারনেট ফোর-জি পরিসেবা। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
জুনাইদ আহ্মেদ পলক এ কথা জানিয়েছেন।
সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন কে ঘিরে সারা দেশে আন্দোলন ও সহিংসতার কারনে ১৭ জুলাই মধ্যে রাত হতে সারাদেশে মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৮ জুলাই রাত গতে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড
ইন্টারনেট সেবা। শুধুমাত্র ভয়েস কল এর যোগাযোগ ছিল নিরবিচ্ছিন্ন।
১৯ জুলাই রাত হতে দেশে কারফিউ জারি হয় যা এখনো ধাপে ধাপে শিথিল করার মাধ্যমে বলবৎ রয়েছে। ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর ২৩ জুলাই হতে সারাদেশে ব্রডব্যান্ড সংযোগ চালু করা হয় ও ব্যবসায়িক কার্যক্রম পূনরায়
চালু হতে শুরু করে।
মোবাইল ইন্টারনেট পরিসেবা চালু হওয়ার পর গ্রাহকদের তিন দিনের জন্য ৫ জিবি করে বোনাস দেয়া হবে।
@nayamhasanrafi