বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। দ্বাদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক হওয়ায় উপস্থিত সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপের উপকূলবাসীর জন্য সি-ট্রাক সেবা চালু করার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়। এই কমিটির সভাপতি সরকারি দলের সংসদ সদস্য মাহফুজুর রহমানের নির্বাচনী এলাকা সন্দ্বীপ। তিনি এবারই প্রথম কোনো সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন। নিজের কমিটির প্রথম বৈঠক থেকে সন্দ্বীপ নিয়ে এই সুপারিশ এল।
কমিটির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম কিবরিয়া, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ, হাবিবুন নাহার ও মো. আওলাদ হোসেন অংশ নেন।