৫ মার্চ বেলা ১১টায় বইমেলার উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আনিসুজ্জামান এবং শিক্ষাবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বিপ্লব মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নাজমুস সাকিব, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোজাম্মেল হক ভূঁইয়া, শিক্ষাপ্রশাসন বিভাগের প্রভাষক জাহিদ হাসান, নোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক নাহিন সুলতানাসহ অন্যান্য বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।