ভারতীয়দের কাছে ক্ষমা চাইলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

মোহাম্মদ নাশিদ ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

মালদ্বীপের সর্বশেষ নির্বাচনে চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট পদে জয়ী হন। এর পর থেকে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি ঘটেছে।

মুইজ্জু সরকারের মন্ত্রিসভার তিন সদস্য সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কটূক্তি করায় বরখাস্ত হয়েছেন। এ ছাড়া ক্রমাগত ভারতবিরোধিতা ও চীনের পক্ষে যায় এমন সিদ্ধান্ত নেওয়ায় মুইজ্জু বেশ সমালোচিত হচ্ছেন।

এ অবস্থায় ভারতীয়দের একাংশ ‘মালদ্বীপ বয়কটের’ ডাক দেয়। বিশেষ করে ভারতীয় পর্যটকদের সে দেশে যেতে বারণ করা হয়। এ ঘটনার পর মালদ্বীপের পর্যটনশিল্প সংকটে পড়েছে। নাশিদের ক্ষমাপ্রার্থনা মূলত এ কারণেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *