সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে নেতিবাচক ধারা

বেলা ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ছিল সিরামিক, জ্বালানি ও বিদ্যুৎ, প্রকৌশল, ফার্মাসিউটিক্যালস, ট্যানারি, খাদ্য ও বস্ত্র খাতের কোম্পানিগুলো।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পাশাপাশি গ্রামীণফোনের শেয়ারের দরপতনও সূচকে প্রভাব ফেলেছে। গ্রামীণফোনের ফ্লোরপ্রাইস উঠে গেছে গত রোববার। এরপর গ্রামীণফোন ও বিএটিবিসি-এ দুটি কোম্পানির শেয়ারের দামের উত্থান-পতনের সঙ্গে সঙ্গে সূচকেরও উত্থান-পতন হচ্ছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ারের দাম এখন পর্যন্ত ১০ টাকা কমেছে।

এ ছাড়া আজকের সূচকের পতনে এখন পর্যন্ত যেসব কোম্পানির শেয়ার ভূমিকা রাখছে সেগুলো হলো-বেক্সিমকো ফার্মা ও পূবালী ব্যাংক। এ দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। এসব কারণে সূচকটিও নেতিবাচক ধারায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *